যখন মন খারাপ থাকে!
মন এক অদ্ভুত জিনিস।কখনো রোদেলা দিনের মতো ঝলমল থাকে। আবার কখনো মেঘলা আকাশের মতো।যখন আমার মন খারাপ থাকে, ভাবি ও তো এমনই। মন খারাপের কথা কাউকে বলতে নাই। নাকি বলতে আছে? এমনটাই তখন ভাবতে থাকি। ভাবি অসহায়দের কথা। যারা হাজারও কষ্ট আছে। অনেক অসহায় চোখ চোখের সামনে ভেসে ওঠে। এভাবে ভাবতে ভাবতে মনের কথাগুলো স্রষ্টাকে বলি। মন ভালো করার এক অদ্ভুত মাধ্যম নামাজ। একাগ্র চিত্রে প্রার্থনা পর দুহাত তুলে যা কিছুই মন চায় স্রষ্টাকে বলতে হয়। তিনি তো দেহ মন সবই সৃষ্টি করেছেন। তিনি তো মন খারাপের জানা-অজানা সব কারনই জানেন। তিনি তো ডাক্তারের মহা ডাক্তার। তাঁকেই মন প্রাণ দিয়ে ডাকি! অবশেষে মনের আকাশে কালো মেঘ দূর হয়ে যায়।
প্রশান্তির আলো নিয়ে আসে প্রফুল্লতা!!!
Comments
Post a Comment